ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

ফেনীর সাংবাদিকদের মামলায় জড়ানোয় বরিশালে নিন্দা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, আগস্ট ১, ২০১৯
ফেনীর সাংবাদিকদের মামলায় জড়ানোয় বরিশালে নিন্দা

ব‌রিশাল: নুসরাত জাহান রাফি হত্যার ঘটনায় বিভিন্ন পক্ষের দায়িত্বে অবহেলার বিষয়টি তুলে ধরার জেরে বাংলানিউজটোয়েন্টিফোর.কমের স্টাফ করেসপন্ডেন্ট সোলায়মান হাজারী ডালিমসহ ফেনীর ছয় সাংবাদিকের বিরুদ্ধে চার্জশিট দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ)।

নুসরাত হত্যাকাণ্ডে দায়িত্বে অবহেলার কারণে ফেনী থেকে প্রত্যাহার হয়ে যাওয়ার সময় পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর আলম সরকার পুরোনো বেশ কয়েকটি মামলায় প্রতিহিংসাবশত ওই সাংবাদিকদের বিরুদ্ধে চার্জশিট দিয়েছেন অভিযোগ করে এর নিন্দায় একটি বিবৃতি দিয়েছেন বিআরইউর সভাপতি নজরুল বিশ্বাস ও সম্পাদক বাপ্পি মজুমদারসহ সদস্যরা।  

বৃহস্পতিবার (১ আগস্ট) দেওয়া ওই বিবৃতিতে বিআরইউ নেতারা অবিলম্বে চার্জশিট থেকে সাংবাদিকদের নাম প্রত্যাহার ও ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এদিকে এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বরিশালের সাংবাদিক নেতারা। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন।  

সাংবাদিক নেতারা বলেন, বিভিন্ন সংবাদমাধ্যমে জানা গেছে, আলোচিত নুসরাত হত্যার ঘটনার রহস্য উদঘাটনে সক্রিয় ভূমিকা রাখায় ফেনীর সাংবাদিকরা প্রত্যাহার হয়ে যাওয়া পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সরকারের রোষানলে পড়েছেন। কোনো সূত্র ছাড়াই কয়েকজন সাংবাদিককে হঠাৎ করে মামলায় অন্তর্ভূক্ত করার বিষয়টি নিন্দনীয়।

বরিশাল রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মিথুন সাহা বাংলানিউজকে বলেন, ফেনীর এ ঘটনা আসলেই নিন্দনীয়। সাংবাদিকদের এভাবে মামলায় জড়ানোর বিষয়টি সাংবাদিক সমাজে উদ্বেগের সৃষ্টি করেছে। আমরা সর্বোচ্চ মহলে দাবি জানাচ্ছি, মামলাগুলো থেকে ফেনীর সাংবাদিকদের মুক্তি দেওয়া হোক।  আর এ ঘটনার মধ্য দিয়ে কেউ সমাজ ও রাষ্ট্রকে কলুষিত করতে চেয়েছিলো কি-না, তাও খতিয়ে দেখার দাবি জানাই।  

ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস বলেন, আাসলে কতিপয় পুলিশের যে বিতর্কিত কর্মকাণ্ড, যে অপকর্ম-অপরাধ, তা ঢাকতেই ফেনীর সাংবাদিকদের বিভিন্ন মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে। সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে এ ঘটনার প্রতিবাদ ও প্রতিরোধ করা উচিত।

বরিশাল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক স্বপন খন্দকার বলেন, ফেনীতে সাংবাদিকদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা পুরোপুরি নিন্দনীয়। এটা স্বাধীন সাংবাদিকতার পেশার প্রতি আক্রমণ বা স্বাধীনভাবে মতপ্রকাশকে ব্যাহত করার অপচেষ্টা। আমরা চাই বিষয়টি সরকার গুরুত্ব সহকারে দেখবে এবং সাংবাদিকদের এ থেকে মুক্তি দেবে।

শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন বলেন, অনৈতিকভাবে সাংবাদিকদের মামলায় আসামি করা অবশ্যই অপরাধ। যেহেতু পুলিশ সুপার যাওয়ার আগে এটা করেছেন, অবশ্যই তদন্তকারী কর্মকর্তাসহ আরও অনেকে এ ঘটনার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত। এ ঘটনা থেকে আমরা পরিত্রাণ চাই। পাশাপাশি বরগুনায় আলোচিত রিফাত হত্যাকাণ্ডের যেন পুনরাবৃত্তি না ঘটে সেদিকেও সবার খেয়াল রাখা উচিত।

বাংলা‌দেশ সময়: ১১৮ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৯
এমএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।