বৃহস্পতিবার (০১ আগস্ট) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মিজানুর রহমান মিজুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনএএর মহাসচিব শেখ হাবিবুর রহমান, ন্যাশনাল কংগ্রেসের সভাপতি শেখ শহিদুজ্জামান, ন্যাপের (ভাসানী) চেয়ারম্যান মোস্তাক আহমেদ ভাসানী ও জাতীয় স্বাধীনতা পার্টির ভাইস চেয়ারম্যান সাবিনা জাহান খুশি প্রমুখ।
সভাপতির বক্তব্যে পার্টির চেয়ারম্যান মিজানুর রহমান মিজু বলেন, বঙ্গবন্ধু হত্যায় বিচারের যে রায় হয়েছে, তার পরিপূর্ণ বাস্তবায়ন করা হয়নি। তাই যত দ্রুত সম্ভব, বঙ্গবন্ধু হত্যার পূর্ণাঙ্গ রায় বাস্তবায়ন করতে হবে।
বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৯
টিএম/এএটি