বৃহস্পতিবার (০১ আগস্ট) সকাল থেকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এ উচ্ছেদ অভিযান শুরু হয়।
পরে সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল উপস্থিত হয়ে উচ্ছেদ অভিযান তদারকি করেন।
দীর্ঘদিন ধরে সাতক্ষীরাবাসী প্রাণ সায়ের খালের দুই ধারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খালের প্রবাহ ফিরিয়ে আনা এবং সৌন্দর্য বর্ধনের দাবি জানিয়ে আসছিল। সর্বশেষ গত ২৫ জুলাই জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় পহেলা আগস্ট থেকে প্রাণ সায়ের খালের দুই ধারে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়।
এরই ধারাবাহিকতায় বুধবার (৩১ জুলাই) সন্ধ্যা থেকে সাতক্ষীরা শহরে মাইকিং করে প্রাণ সায়ের খালের দুই ধারের অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়।
সাতক্ষীরার জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বাংলানিউজকে বলেন, খালের প্রবাহ ফিরিয়ে আনা এবং সৌন্দর্য বর্ধনের জন্য এ অভিযান শুরু করা হয়েছে। প্রাণ সায়ের খালের দুই পাড়ের অবৈধ স্থাপনা ও স্লুইস গেট উচ্ছেদ না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে।
বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৯
এনটি