ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

রাবিতে ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার দাবি

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, আগস্ট ১, ২০১৯
রাবিতে ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার দাবি

রাবি: দেশব্যাপী ডেঙ্গু মহামারি আকার ধারণ করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এডিস মশা ও ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার (০১ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া বরাবর চার দফা দাবি জানিয়ে একটি স্মারকলিপি জমা দেন শিক্ষার্থীরা।  

দাবিগুলো হলো- বিশ্ববিদ্যালয়ের সব ড্রেন, জলাশয় এবং ঝোপঝাড় নিয়মিত পরিষ্কারের ব্যবস্থা করা, এডিস মশার বিস্তার রোধে ক্যাম্পাসে নিয়মিত মশক নিধন অভিযান পরিচালনা, ক্যাম্পাসে এবং আবাসিক হলসমূহে শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু রোগের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচার-প্রচারণা করা এবং বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ডেঙ্গু রোগ পরীক্ষা এবং চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা।

এসময় বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাইফুল ইসলাম বিজয়, তৃতীয় বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান, ফার্সি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফাহাদ মোল্লা, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আবু হাসেম প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।