বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে শহরের চাষাঢ়া বালুরমাঠ এলাকায় তোফাজ্জল হোসেন তপু (৫৫) নামে ওই ড্রাইভার এ হত্যাকাণ্ডের শিকার হন।
তিনি খানপুর বৌ বাজার এলাকার মৃত সোলেমান চৌকিদারের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে কোমল পানীয় কোক নিয়ে বালুরমাঠ এলাকায় যান তপু। এসময় সুমন নামে এক রড ব্যবসায়ী তার কাছে কোক খেতে চান। তিনি গাড়ি থেকে কোক ছুড়ে দিলে সেটি গিয়ে সুমনের শরীরে আঘাত করে। এতে ক্ষিপ্ত হয়ে সুমন ওই বোতল দিয়েই বেধড়ক মারতে থাকেন তপুকে। এতে তিনি মারা গেলে সুমন পালিয়ে যান। পরে তাকে উদ্ধার করে শহরের খানপুর হাসপাতালে নেওয়া হয়।
খানপুর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক অমিত রায় বাংলানিউজকে জানান, তপুকে মৃত অবস্থায় এখানে নিয়ে আসা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৯
এইচএ/