ঢাকা: রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ওই শ্রমিকের নামপরিচয় জানা যায়নি।
বৃহস্পতিবার (১ আগস্ট) বেলা ১২টার দিকে রাজধানীর চাঁনখারপুল এলাকায় এ ঘটনা ঘটে।
হাসপাতালে নিয়ে আসা সহকর্মী জালাল বাংলানিউজকে জানান, তারা চাঁনখারপুলে এলাকায় একটি চারতলা ভবনে কাজ করছিলেন।
নিহত ব্যক্তি আজকে কাজে যোগদান করেন। কাজ করার সময় অসাবধানতাবশত চারতলা থেকে নিচে পড়ে যান তিনি। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবদুল খান বাংলানিউজকে জানান, ময়নাতদন্তের জন্য নিহত ব্যক্তির মরদেহ মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, আগস্ট ১, ২০১৯
এডেজএস/ওএইচ/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।