ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

সেপ্টেম্বরের মধ্যে ডেঙ্গু নিয়ন্ত্রণে আনতে পারবো: খোকন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, আগস্ট ১, ২০১৯
সেপ্টেম্বরের মধ্যে ডেঙ্গু নিয়ন্ত্রণে আনতে পারবো: খোকন ডিএসসিসি মেয়র সাঈদ খোকন, ছবি: জিএম মুজিবুর

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন বলেছেন, যেভাবে ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, তাতে আমরা উদ্বিগ্ন। তবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে ডেঙ্গু পরিস্থিতি আমরা নিয়ন্ত্রণে আনতে পারবো বলে আমার বিশ্বাস।

বৃহস্পতিবার (০১ আগস্ট) দুপুরে রাজধানীর বেইলি রোডের ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মশক নিধনের স্প্রে ক্যান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওসময় সাঈদ খোকন বলেন, আমরা সবাই জানি শহরে ডেঙ্গু ছড়িয়ে পড়ছে।

এর ভয়াবহতা যেভাবে ছড়িয়ে পড়ছে, আমরা তাতে উদ্বিগ্ন। দিনে দিনে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। তবে আমাদের বিভিন্ন কার্যক্রমের ফলাফল আশান্বিত করছে। দু’একটি সুসংবাদ আমরা পাচ্ছি। আমরা আশা করি, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবো। এছাড়া ১৭ থেকে ২৭ জুলাই সময়ের এক জরিপ অনুযায়ী ঢাকা দক্ষিণের ১১টি ওয়ার্ডে ডেঙ্গুর লার্ভা পাওয়া যায়নি, যা আমাদের স্বপ্ন দেখাচ্ছে; আশান্বিত করছে। এটা আমাদের জন্য ইতিবাচক দিক। আবার সাতটি ঝুঁকিপূর্ণ ওয়ার্ড চিহ্নিত হয়েছে। এসব ওয়ার্ডে আমরা আমাদের সর্বশক্তি নিয়োগ করতে যাচ্ছি।

ডেঙ্গু নিয়ন্ত্রণে জনসচেতনতাকে নিজেদের সবচেয়ে বড় শক্তি উল্লেখ করে মেয়র বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে আমাদের সবচেয়ে বড় শক্তি এবং কার্যকর উপায় হচ্ছে জনসচেতনতা। জনগণের অংশগ্রহণ এবং সরকারের উদ্যোগ এ দুইয়ের সমন্বয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে এই অবস্থা নিরসন করা যাবে। আজ জনগণ আগের যেকোনো সময় থেকে অনেক বেশি সচেতন। দুই-তিন সপ্তাহ আগেও জনগণ এতোটা সচেতন ছিল না।

অনুষ্ঠান শেষে ডেঙ্গু পরিস্থিতিকে আগে গুজব বলা এবং এখন নিজেদের উদ্বিগ্ন বলার বিষয়ে বাংলানিউজ জানতে চাইলে, জবাবে মেয়র সাঈদ খোকন বলেন, পরিস্থিতি যখন যেমন থাকে, আমাদের সেভাবে মন্তব্য করতে হয়। পরিবর্তিত পরিস্থিতিতে পরিবর্তিত মন্তব্য আসে। মে মাসে যেমন পরিস্থিতি ছিল, তার আলোকে সেই মন্তব্য করা হয়েছিল। বর্তমানে ডে বাই ডে পরিস্থিতি অবনতির দিকে, তাই এখন এমন মন্তব্য করা হচ্ছে। গণমাধ্যম যদি বিষয়টিকে সহজভাবে নেয়, তাহলে পরিস্থিতি স্বাভাবিক হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার মোহাম্মদ শরীফ আহমেদ এবং ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফেরদৌসী বেগম।

আরও পড়ুন>>  দক্ষিণের ১১ ওয়ার্ড ডেঙ্গুমুক্ত: সাঈদ খোকন

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৯
এসএইচএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।