বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে তাকে গ্রেফতার করা হয়। জিয়াউর একই উপজেলার ভিটশ্বর গ্রামের রাজ আলী খানের ছেলে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খান বাংলানিউজকে জানান, জিয়াউর দুর্গাপুর গ্রামে অবস্থান করছেন, এমন গোপন সংবাদে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে জব্দ করা হয় একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি।
জিয়াউরের নামে ঝিনাইদহ সদর থানাসহ বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৯
এসআরএস