বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুর দেড়টার দিকে মগবাজারের দিলু রোডের প্রিয়াঙ্কা শুটিং প্লেসে এ ঘটনা ঘটে। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ বিষয়টি বাংলানিউজকে জানান।
প্রত্যক্ষদর্শীরা জানান, ১২-১৫ জনকে নিয়ে ঘরোয়া ওই বিয়ের অনুষ্ঠানে ঢুকে রকি হট্টগোল সৃষ্টি করে। এক পর্যায়ে কনের বাবা তুলা মিয়াকে (৪৭) ছুরিকাঘাত করে। এতে কনের মা ফিরোজা খাতুন বাধা দিলে তাকেও ছুরিকাঘাত করে রকি। তখন দু’জনকে উদ্ধার করে নিকটস্থ ইনসাফ হাসপাতালে নেওয়া হলে তুলা মিয়াকে মৃত ঘোষণা করা হয়। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয় ফিরোজা খাতুনকে।
অন্যদিকে তখনই রকিকে আটক করে গণপিটুনি দেয় জনতা। এরপর তাকে পুলিশে সোপর্দ করা হয়। এখন সে পুলিশি প্রহরা ঢামেকেই চিকিৎসাধীন।
একটি সূত্র জানায়, কনেকে রকি পছন্দ করতো। কিন্তু তার বিয়ের আয়োজনে ক্ষেপে যায় রকি। পরে চায়নিজ ছুরি নিয়ে সে ওই শুটিং প্লেসে ঢুকে কনেকে হত্যা করতে আক্রমণ করে। তখন কনের বাবা ও মা বাধা দিলে তাদের ছুরিকাঘাত করতে থাকে রকি।
বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৯
এজেডএস/এইচএ/