ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

‘ফায়ার ফাইটারদের অবদান জাতি ভুলবে না’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, আগস্ট ১, ২০১৯
‘ফায়ার ফাইটারদের অবদান জাতি ভুলবে না’

রাজশাহী: রাজশাহীতে ৫৭তম ব্যাচের নব-নিযুক্ত ফায়ারম্যানদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দফতরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দফতরের উপ-পরিচালক নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হামিদুল হক।

 

উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দফতরের সহকারী পরিচালক আব্দুর রশিদ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পাবনার সহকারী পরিচালক সাইফুল ইসলাম, বগুড়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আনিস, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নাটোরের উপ-সহকারী পরিচালক আসাদুজ্জামান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নওগাঁর উপ-সহকারী পরিচালক এ কে এম মুরশেদ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দফতরের সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলাম।  

প্যারেড কমান্ডার ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দফতরের ওয়ার হাউজ ইন্সপেক্টর মোহাম্মদ ফারুক।  

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী জেলা প্রশাসক মো. হামিদুল হক বলেন, ২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ দেশে রুপান্তরিত হবে বাংলাদেশ। আজ নিজস্ব অর্থায়নে পদ্মাসেতুসহ অনেক উন্নয়ন হচ্ছে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবক্ষেত্রে উন্নয়ন করে চলেছেন।  

তিনি আরও বলেন, ঢাকায় আগুন লেগেছিল কিছুদিন আগে। সেখানে বেশিরভাগ সাধারণ মানুষ অগ্নিনির্বাপণে এগিয়ে না এসে ভিডিও ও ছবি তোলায় ব্যস্ত ছিলেন। কিন্তু ফায়ার ফাইটাররা তাদের জীবন বাজি রেখে অগ্নিনির্বাপণ করেন। ফায়ার ফাইটাররা অগ্নিকাণ্ড, অ্যাকসিডেন্ট, ডুবন্ত ব্যক্তিকে উদ্ধার প্রভৃতি ক্ষেত্রে নিজেদের জীবন বাজি রাখেন। ফায়ার ফাইটারদের এ অবদান জাতি কখনও ভুলবে না।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৯
এসএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।