সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় স্বাস্থ্যমন্ত্রীসহ দুই সিটির মেয়র, ছবি: বাংলানিউজ
ঢাকা: সেপ্টম্বরের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ডেঙ্গু নিয়ন্ত্রণে আনা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। একইসঙ্গে তিনি বলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরিপ অনুযায়ী ইতোমধ্যে দক্ষিণের ১১ ওয়ার্ডকে ডেঙ্গুমুক্ত ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (০১ আগস্ট) সচিবালয়ে ঢাকার উত্তর ও দক্ষিণ দুই সিটি করপোরেশনের মেয়র এবং বিশিষ্ট চিকিৎসকদের নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সাঈদ খোকন বলেন, ডেঙ্গু নিয়ে একদিকে যেমন আতঙ্ক আছে, অন্যদিকে আশার আলোও আছে।
ঢাকা দক্ষিণের নতুন ওয়ার্ডগুলো বাদ দিলে আগের যে ৫৭টি ওয়ার্ড নিয়ে সিটি করপোরেশন ছিল, তার মধ্যে ১৪, ১৮, ২২, ২৩, ২৯, ৩৫, ৪২, ৫৩, ৫৫, ৫৬ ওয়ার্ড ডেঙ্গুমুক্ত রয়েছে। গত ১৭ থেকে ২৭ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা (সিডিসি) এসব ওয়ার্ডে জরিপ চালিয়ে এ তথ্য নিশ্চিত করেছে। এসময় এই রিপোর্টের সঙ্গে মতবিরোধ থাকলে, এলাকায় গিয়ে সম্ভাব্যতা যাচাই করার আহ্বান জানান তিনি।
দক্ষিণ সিটি মেয়র বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের সব সংস্থার সমন্বয়ে কাজ চলছে। জনগণ আগের তুলনায় অনেক সচেতন ও অংশগ্রহণের মধ্য দিয়ে নগর কর্তৃপক্ষকে সাহায্য করছে। রাজনৈতিক দল ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আরও ঐক্যবদ্ধ হচ্ছে।
তিনি বলেন, দিনদিন ডেঙ্গু পরিস্থিতি জটিল হচ্ছে। আক্রান্ত সংখ্যা বাড়ছে। তাতে সন্দেহ নেই। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন তার জনগণকে সঙ্গে নিয়ে এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে সুপরিকল্পিত কর্মসূচির মাধ্যমে গিয়ে নিয়ে যাচ্ছে। আমাদের লক্ষ্যমাত্রা আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে এই সিটি এলাকা ডেঙ্গু নিয়ন্ত্রণে আনবো।
বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৯
জিসিজি/টিএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।