ঢাকা, শুক্রবার, ৮ ফাল্গুন ১৪৩১, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২১ শাবান ১৪৪৬

জাতীয়

ডেঙ্গুর প্রকোপে বেড়েছে মশারি বিক্রি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, আগস্ট ১, ২০১৯
ডেঙ্গুর প্রকোপে বেড়েছে মশারি বিক্রি মশারি কিনছেন একজন ক্রেতা। ছবি: বাংলানিউজ

ঢাকা: ঢাকাসহ সারাদেশে ডেঙ্গু রোগের প্রকোপে বেড়েছে মশারির বেচাকেনা।

বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্ট খদ্দর মার্কেটের উত্তর-দক্ষিণে মশারি বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা যায়।

প্রায় ১৫ বছর ধরে এই এলাকায় মশারি বিক্রি করছেন বরিশালের খালেদ হোসেন।

তিনি বাংলানিউজকে বলেন, একমাস আগেও যেখানে দিনে ৫টি মশারি বিক্রি করা কঠিন ছিল, এখন সেখানে সারাদিনে ২০ থেকে ২৫টি মশারি বিক্রি করতে পারছি। মশারি বিক্রি বেশি হওয়ায় আমরাও অনেক খুশি। মশারি কিনছেন একজন ক্রেতা।  ছবি: বাংলানিউজমশারির দাম বেড়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে এই বিক্রেতা বলেন, মশারির দাম আগে যা ছিল এখনও তাই আছে। আগে বিক্রি কম হতো বলে আমাদের লাভ বেশি করতে হতো। এখন বিক্রি বেশি হওয়ায় আমাদের লাভও বেশি হয়। তাই দাম বাড়ানোর কোনো দরকার হয় না।  

খদ্দর মার্কেট এবং মার্কেটের ফুটপাতে আরও কয়েকজন মশারি বিক্রেতার সঙ্গে কথা বলেও একই তথ্য জানা যায়।

রাজধানীর বাড্ডা এলাকায় বসবাসকারী মশারির কিনতে আসা শাহজাহান খান বাংলানিউজকে বলেন, সিটি করপোরেশনের মশা মারার দৃশ্য আমরা শুধু টেলিভিশনেই দেখি। বাস্তবে আমাদের এলাকায় মশা মারার বিষয়ে সিটি করপোরেশনকে কোনো ব্যবস্থা নিতে দেখা যায় না।

তিনি আরও বলেন, মশা এমনই একটি ভয়াবহ প্রাণী, যেটি কে ভিআইপি আর কে সাধারণ মানুষ তা দেখে কামড়ায় না। যেখানে ভিআইপি লোকেরাও ডেঙ্গু আক্রান্ত হচ্ছে, সেখানে আমাদের মতো সাধারণ মানুষের নিরাপত্তা ব্যবস্থা নিজেদের নিশ্চিত করতে হবে। এখন ডেঙ্গুজ্বর আক্রান্ত হলে হাসপাতালগুলোতে জায়গা নেই। আমাদের মতো সাধারণ মানুষের এত টাকা-পয়সা দিয়ে চিকিৎসা করানোও সম্ভব না। তাই নিজেদের সুরক্ষা নিশ্চিত করতেই মশারি কিনতে আসা।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, আগস্ট ১, ২০১৯
আরকেআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।