শোকের মাস আগস্টের প্রথম দিন বৃহস্পতিবার (১ আগস্ট) বেলা ১১টার দিকে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে তিনি এ কথা বলেন।
এসময় তিনি জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
প্রতিমন্ত্রী বলেন, আমাদের জাতির পিতা বর্নি বাওড়ের যে খাল দিয়ে গোপালগঞ্জ আদালতে হাজিরা দিতে যেতেন সেটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনাসহ সৌন্দর্য্য বর্ধনের কাজ করা হবে। খালের পাড় দিয়ে থাকবে ওয়াক ওয়ে। আমরা এ খালটিকে কেন্দ্র করে নানা পরিকল্পনা হাতে নিয়েছি।
পরে তিনি টুঙ্গিপাড়া হেলিপ্যাড নির্মাণ, বঙ্গবন্ধুর স্মরণে নির্মিত লঞ্চঘাট প্রকল্প পরিদর্শন এবং বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বর্নি বাওড় পরিদর্শন করেন।
বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৯
এসএইচ