বৃহস্পতিবার (০১ আগস্ট) দুপুর ১২টা থেকে শুরু হওয়া ভোক্তা অধিদপ্তরের অভিযান চলে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের নেতৃত্বে অভিযান চালানো হয়।
ভোক্তা অধিকার সূত্রে জানা যায়, পদ্মা জেনারেল হাসপাতাল ও মোস্তফা সার্জিকাল ছাড়াও আশপাশের বেশ কয়েকটি হাসপাতালের দায়িত্বরতদের সঙ্গে মতবিনিময় করেন ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা। এসময় রিএজেন্ট মূল্য সরকার নির্ধারিত যা তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আফরোজা রহমান বাংলানিউজকে বলেন, আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে। পদ্মা জেনারেল হাসপাতালকে ৫০ হাজার ও মোস্তফা সার্জিকালকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি বলেন, অন্য সরকারি প্রতিষ্ঠানের মতো আমরাও ডেঙ্গু প্রতিরোধে বদ্ধপরিকর। আইন অনুযায়ী যে পদক্ষেপ নেওয়া দরকার তা আমরা নিচ্ছি। হাসপাতাল, ফার্মেসিসহ যে প্রতিষ্ঠানগুলো ডেঙ্গু রোগের চিকিৎসা সংশ্লিষ্ট ওষুধ বিক্রি করে তাদের মালিক-কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছি। তাদের কাউন্সিলিং করছি।
বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৯
এমএমআই/এসএইচএস/এইচএডি