ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

বিদেশ সফর নিয়ে প্রশ্নের জবাব দিলেন না স্বাস্থ্যমন্ত্রী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, আগস্ট ১, ২০১৯
বিদেশ সফর নিয়ে প্রশ্নের জবাব দিলেন না স্বাস্থ্যমন্ত্রী সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় দুই সিটির মেয়রকে নিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, ছবি: বাংলানিউজ

ঢাকা: দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতির অবনতির মধ্যেই ব্যক্তিগত ভ্রমণে বিদেশ সফর নিয়ে প্রশ্নের জবাব না দিয়ে সাংবাদিকদের থামিয়ে দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, এ বিষয় নিয়ে পরবর্তীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের আয়োজন করা হবে।

গত ২৮ জুলাই ব্যক্তিগত সফরে পরিবার নিয়ে মালয়েশিয়া যান স্বাস্থ্যমন্ত্রী। আগামী ৪ আগস্ট তার দেশে ফেরার কথা ছিল।

তবে দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাবের মধ্যে বিদেশ ভ্রমণের কারণে সমালোচনার মুখে পড়ায় বুধবার (৩১ জুলাই) দিবাগত রাত ১টায় তড়িঘরি করে দেশে ফেরেন মন্ত্রী।

বৃহস্পতিবার (০১ আগস্ট) নিয়মিত সূচি অনুযায়ী মিডফোর্ট হাসপাতালে যান তিনি। সেখানে সাংবাদিকদের এড়িয়ে চলে আসেন সচিবালয়ে। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে ডেঙ্গু বিষয়ে সংবাদ সম্মেলন থাকলেও সেটি স্থগিত করা হয়। পরে আন্তঃমন্ত্রণালয় সভা শুরু হলে সেখানে উপস্থিত হয়ে সাংবাদিকরা মন্ত্রীকে প্রশ্ন করতে চাইলে বাধা দেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব আসাদুল ইসলাম। পরে সাংবাদিকরা মন্ত্রীকে ডেঙ্গু ইস্যুতে কিছু কথা বলার জন্য অনুরোধ করলে, প্রথমে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক তার নির্ধারিত বক্তব্য দেন।

বৈঠকের এক ফাঁকে সাংবাদিকদের চাপের মুখে তাদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। তিনি ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন। এমন সময় মন্ত্রীর বিদেশ সফর নিয়ে সাংবাদিকরা জানতে চাইলে মন্ত্রী উত্তেজিত হয়ে ধমকের সুরে তিনি বলেন, আস্তে, প্লিজ। অন্য প্রসঙ্গে কথা বলেন। এখানে মেয়র সাহেবরা আছেন, তারা কথা বলবেন, সিদ্ধান্ত নেবেন তারপরে আমরা বলবো। এরপর বারবার প্রশ্ন করা হলেও কোনো জবাব দেননি মন্ত্রী।

পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নীতিমালা অনুযায়ী, দেশের ডেঙ্গু পরিস্থিতি মহামারি ঘোষণা করা যায় কি-না- সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে সচিব আসাদুল ইসলাম মন্ত্রীর ফ্লোর কেড়ে নেন। তিনি বলেন, এটি রাজনৈতিক বিষয় নয়, টেকনিক্যাল বিষয়। এটা মন্ত্রীর জবাব দেওয়ার বিষয় না। এটি জটিল বিষয়।

এর আগে গত (২৮ জুলাই থেকে) কয়েকদিন মন্ত্রী দেশে, না-কি দেশের বাইরে, সেটা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। কর্মকর্তারাও বিষয়টি এড়িয়ে যান। তখন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা জানিয়েছিলেন, মন্ত্রী বন্যাদুর্গতদের সাহায্য দিতে তার নির্বাচনী এলাকা মানিকগঞ্জে অবস্থান করছেন।

পরে স্বাস্থ্যমন্ত্রীর ব্যক্তিগত সচিব মো. ওয়াহাদুর রহমানের সই করা মন্ত্রণালয়ের সময়সূচির বিজ্ঞপ্তিতে দেখা যায়, মন্ত্রী দেশের বাইরে অবস্থান করছেন।

বিজ্ঞপ্তিতে আরও লেখা ছিল, মন্ত্রীর সঙ্গে তার স্ত্রী শাবানা মালেক এবং মেয়ে সাদেকা মালেকও ওই সফরে থাকছেন। তাদের জন্য ২৭ জুলাই থেকে দ্য ওয়েস্টিন কুয়ালালামপুর হোটেলে কক্ষ বুক করাও হয়েছে।

আরও পড়ুন>> ডেঙ্গু নিয়ন্ত্রণে ভারত থেকে বিশেষজ্ঞ আনা হচ্ছে

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৯
জিসিজি/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।