প্রতিবারের মতো এবারও নির্দিষ্ট স্থানে পশু জবাই করার জন্য নগরবাসীকে অনুরোধ জানিয়েছেন সিসিক সচিব মোহাম্মদ বদরুল হক।
বৃহস্পতিবার (১ আগস্ট) সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ইমাম ও মুয়াজ্জিনদের নিয়ে সিসিকের মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
সভায় নগরের ২৭টি ওয়ার্ডে নির্ধারিত স্থানে পশু জবাইয়ের পরিবেশ নিশ্চিত করতে এবং এ বিষয়ে জনগণকে উৎসাহিত করতে মসজিদ ও ধর্মীয় অনুষ্ঠানে বক্তব্য রাখতে ইমাম ও মোয়াজ্জিনদের প্রতি সিসিক সচিব আহবান জানান।
সিসিকের নির্বাহী প্রকৌশলী রুহুল আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন- ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এস এম শওকত আমীন তৌহিদ, ইসলামী ফাউন্ডেশন সিলেটের পরিচালক ফরিদ উদ্দিন আহমদ ও ইমাম সমিতি সিলেটের সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব।
সভায় নির্দিষ্ট স্থানে পশু কোরবানি করতে নগরবাসীকে উদ্বুদ্ধকরণসহ লিফলেট বিতরণ, মাইকিং ও বিভিন্নভাবে প্রচারণারও উদ্যোগ নেওয়া হয়েছে।
বদরুল হক বলেন, যততত্র পশু কোরবানি দেওয়ার ফলে নগর অপরিচ্ছন্ন হয়ে পড়ে। এরপর দ্রুততার সঙ্গে কোরবানির বর্জ্য পরিষ্কার করা সম্ভব হয় না। এসব বিষয় বিবেচনা করে সরকারি নির্দেশনার আলোকে নির্দিষ্ট স্থানে কোরবানি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিসিক।
সিসিকের সহকারী প্রকৌশলী জয়দেব বিশ্বাসের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন- সিসিক কর্মকর্তা-কর্মচারী ও নগরের বিভিন্ন মসজিদের প্রায় দুই শতাধিক ইমাম ও মোয়াজ্জিন।
বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৯
এনইউ/আরবি/