ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে সর্বস্ব লুট!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৮ ঘণ্টা, আগস্ট ১, ২০১৯
মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে সর্বস্ব লুট! উদ্ধার করা অস্ত্র ও ইয়াবা। ছবি: বাংলানিউজ

ঢাকা: পরিচয় দিতেন গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্য হিসেবে। ব্যবহৃত গাড়িতেও ডিবি পুলিশের স্টিকার। ডিবির এ ভুয়া সদস্যদের টার্গেট ছিলেন ব্যাংক থেকে টাকা তোলা ব্যক্তিরা। টাকা তুলে বের হওয়ার পর তাদের অনুসরণ করতো এ চক্রটি। সুবিধামতো স্থানে ওই ব্যক্তিদের গাড়িতে তুলে দেখানো হতো মামলার ভয়। ইয়াবা দিয়ে ফাঁসিয়ে দেওয়ার কথা বলে অস্ত্রের মুখে সর্বস্ব কেড়ে নিয়ে পালিয়ে যেত প্রতারকরা।

বুধবার (৩১ জুলাই) দিনগত রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ডিবি পুলিশের ভুয়া ছয় সদস্যকে আটক করে ডিবি পূর্ব বিভাগ।  

আটকরা হলেন বজলু হোসেন, আফসার হোসেন বাবু, নুরুল আফসার, হারুন, আলামিন ও মঞ্জু মিয়া।

এসময় তাদের কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি, ২ হাজার ১০০ পিস ইয়াবা ও পুলিশের স্টিকারসহ মাইক্রোবাস জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এতথ্য জানান ডিবির অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন।

তিনি বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশের স্টিকারযুক্ত গাড়ি নিয়ে অবস্থান করতো ডিবি পুলিশের ভুয়া সদস্যরা। তাদের টার্গেট ছিল টাকা বহনকারী ব্যক্তিরা। ব্যাংক থেকে টাকা তোলার পর ওই ব্যক্তিকে গাড়িতে উঠিয়ে অস্ত্রের ভয় দেখানো হতো। কিংবা ইয়াবা দিয়ে মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা-পয়সা, মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিত। সবকিছু কেড়ে নেওয়ার পর তাকে নির্জন কোনো স্থানে ফেলে পালিয়ে যেত চক্রটি।

সংবাদ সম্মেলনে ডাকাতির প্রস্তুতিকালে মোহাম্মদপুর এলাকা থেকে সাত জনকে আটকের কথা জানান আব্দুল বাতেন।  

তারা হলেন বেলায়েত, দুখু শাহা, রাসেল, মাসুদ মোল্লা, সোহান, জাহিদ ও আকাশ। এসময় তাদের কাছ থেকে ধারালো ছুরি উদ্ধার করা হয়।

ডিবি পূর্ব বিভাগের আরেকটি অভিযানে হাতিরঝিলের মধুবাগ এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ নাজিমুদ্দিন ভূইয়া নামে এক ব্যক্তিকে আটকের কথাও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৯
পিএম/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।