বৃহস্পতিবার (০১ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তিনি বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদন শেষে তিনি জানান, প্রথমবারের মতো তিনি জাতির পিতার মাজারে শ্রদ্ধা জানাতে এখানে এসেছেন।
এ সময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন। এরপর তিনি বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লেখেন ও স্বাক্ষর করেন।
পরে বিকেলে স্থানীয় সার্কিট হাউজে প্রতিনিধি দলটি গোপালগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন।
বৃহস্পতিবার রাত তারা গোপালগঞ্জ সার্কিট হাউজে কাটাবেন এবং শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে মুকসুদপুর উপজেলার বানিয়ারচর গির্জা পরিদর্শন করবেন বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৯
এসএইচ