ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধুর সমাধিতে মার্কিন রাষ্ট্রদূতের শ্রদ্ধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫০ ঘণ্টা, আগস্ট ১, ২০১৯
বঙ্গবন্ধুর সমাধিতে মার্কিন রাষ্ট্রদূতের শ্রদ্ধা

গোপালগঞ্জ: ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারসহ তিন সদস্যের প্রতিনিধি দল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন।

বৃহস্পতিবার (০১ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তিনি বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদন শেষে তিনি জানান, প্রথমবারের মতো তিনি জাতির পিতার মাজারে শ্রদ্ধা জানাতে এখানে এসেছেন।

জাতির পিতার মাজারে আসতে ও শ্রদ্ধা জানাতে পেরে তিনি গর্বিত।

এ সময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন। এরপর তিনি বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লেখেন ও স্বাক্ষর করেন।
 
পরে বিকেলে স্থানীয় সার্কিট হাউজে প্রতিনিধি দলটি গোপালগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন।

বৃহস্পতিবার রাত তারা গোপালগঞ্জ সার্কিট হাউজে কাটাবেন এবং শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে মুকসুদপুর উপজেলার বানিয়ারচর গির্জা পরিদর্শন করবেন বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।