ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৯ ঘণ্টা, আগস্ট ১, ২০১৯
হবিগঞ্জে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

হবিগঞ্জ: ভেজালবিরোধী অভিযান চালিয়ে হবিগঞ্জ শহরের দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট সজিব কান্তি রুদ্র এ অভিযান পরিচালনা করেন।

এসময় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের কমান্ডার মোহাম্মদ আব্দুল খালেকের নেতৃত্বে র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

সজিব কান্তি রুদ্র বাংলানিউজকে জানান, মেয়াদোত্তীর্ণ দুধ ও নোংরা পরিবেশের দায়ে শহরের শরীফ স্টোরের বেকারিতে ১৫ হাজার এবং অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশের দায়ে জলযোগ মিষ্টান্ন ভাণ্ডারকে চার হাজার টাকা জরিমানা করা হয়।  

এসময় ওই দুই প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য জব্দ করে বিনষ্ট করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৯ 
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।