ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

সাভারে পিকআপ ভ্যানের ধাক্কায় পথচারী নিহত

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৯
সাভারে পিকআপ ভ্যানের ধাক্কায় পথচারী নিহত

সাভার (ঢাকা): সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় আব্দুল খালেক (৮০) নামে এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন।

শনিবার (৩ আগস্ট) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। খালেক হেমায়েতপুরের বৈলাপুর এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, হেমায়েতপুর বাসস্ট্যান্ডে বাস থেকে নামছিলেন খালেক। এসময় পেছন থেকে একটি পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন ওই বৃদ্ধ। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পাশের একটি ক্লিনিকে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হেমায়েতপুর ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আবেদ আলী বাংলানিউজকে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া ভিডিও ফুটেজ দেখে ঘাতক পিকআপ ভ্যানটি জব্দসহ চালককে আটকের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।