ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

ভিজিএফের কার্ড নিতে গিয়ে পদদলিত হয়ে নিহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৯
ভিজিএফের কার্ড নিতে গিয়ে পদদলিত হয়ে নিহত ১

ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলপুর পৌরসভার দুস্থদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ’র চালের কার্ড বিতরণকালে পদদলিত হয়ে একজনের মৃত্যু হয়েছে। তার নাম হাফিজ উদ্দিন (৬২)। এ ঘটনায় আহত হয়েছেন আর সাতজন। 

শনিবার (৩ আগস্ট) দুপুরে স্থানীয় ডিগ্রি কলেজ মাঠে এ ঘটনা ঘটে। হাফিজ পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের আমুয়াকান্দা এলাকার বাসিন্দা।

আহতদের মধ্যে পাঁচজনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও দুইজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, ভিজিএফের চার হাজার ৬২১টি কার্ড বিতরণকালে দুপুরে অতিরিক্ত ভিড়ের কারণে গেট বন্ধ করে দেওয়া হয়। এ সময় গেইটের বাইরের লোকজন গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। এতে পুলিশ বাধা দেয় এবং লাঠিচার্জ করে। এ সময় হুড়োহুড়িতে পদদলিত হয়ে দৈনিক সংবাদের উপজেলা সংবাদদাতা নুরুল আমিনসহ সাতজন আহত হন। আহতদের প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে আহতদের অবস্থার অবনতি হলে হাফিজসহ ফিরোজা খাতুন (৬৫) ও খোকনকে (৩২) মমেক হাসপাতালে পাঠানো হয়।  

বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাফিজ মারা গেছেন বলে জানান ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী।  

ওসি ইমারতের দাবি, পুলিশ কোন লাঠিচার্জ করেনি। বিশৃঙ্খল লোকজন গেট ভেঙে ভেতরে প্রবেশ করলে পদদলিতের ঘটনা ঘটে। এ ঘটনায় কয়েক ঘণ্টা কার্ড বিতরণ বন্ধ থাকে। পরে বিকেলে আবার পৌর কার্যালয়ে দুস্থদের মধ্যে ভিজিএফ কার্ড বিতরণ করেন পৌর মেয়র আমিনুল হক।  

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৯ 
এমএএএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।