ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

ডিএমপি শিক্ষাবৃত্তি পেলো ৯৭২ জন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৯
ডিএমপি শিক্ষাবৃত্তি পেলো ৯৭২ জন

ঢাকা: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পরিবারের সন্তানদের উচ্চশিক্ষায় উদ্বুদ্ধ করতে ৯৭২ জন মেধাবী শিক্ষার্থীকে ৮৪ লাখ ১২ হাজার টাকা ‘ডিএমপি শিক্ষাবৃত্তি-২০১৯’ দেওয়া হয়েছে।

শনিবার (৩ আগস্ট) রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তির টাকা তুলে দেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

এসময় কমিশনার বলেন, কর্মঘণ্টার বাইরে আমরা দেশের জন্য অহর্নিশ পরিশ্রম করে যাচ্ছি, সন্তানের দিকে নজর দিতে পারছি না।

পুলিশের সন্তান যাতে শিক্ষিত হয়ে মানুষের মত মানুষ হয়ে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে, সেজন্য আমরা এ উদ্যোগ গ্রহণ করেছি।

তিনি বলেন, ডিএমপির অধিকাংশ সদস্য নিম্নপদস্থ হওয়ায়, তাদের স্বল্প বেতনে নিজের পরিবারের খরচ মিটিয়ে সন্তানদের লেখাপড়ার খরচ যোগাতে হিমশিম খেতে হয়। তাদের মেধাবী সন্তানদের লেখাপড়ায় সহযোগিতার জন্য সবার প্রচেষ্টায় শিক্ষাবৃত্তি চালু করা হয়েছে।

শিক্ষার্থীদের উদ্দেশে আছাদুজ্জামান মিয়া বলেন, তোমরা নিজেদের যোগ্যতা, মেধা দিয়ে প্রতিষ্ঠিত করো। আনন্দে গা ভাসিও না। শুধু এ প্লাস পেলে হবে না, ভালো মানুষ হও।

এইচএসসি/সমমান ৬২ জন, এসএসসি/সমমান ১৫১ জন, ও-লেভেল একজন, জেএসসি/সমমান ২০৫ জন, পিইসি/সমমান ৪৯১ জন, উচ্চশিক্ষাবৃত্তি ৩৩ জন ও শিক্ষা সহায়তা বৃত্তি ২৯ জনসহ মোট ৯৭২ জন মেধাবী শিক্ষার্থীকে ‘ডিএমপি শিক্ষবৃত্তির’ টাকা তুলে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৯
পিএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।