ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে মিষ্টির দোকানে অভিযান, মালিকের জেল-জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৮ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৯
গোপালগঞ্জে মিষ্টির দোকানে অভিযান, মালিকের জেল-জরিমানা

গোপালগঞ্জ: গোপালগঞ্জে অবস্থিত সাতক্ষীরা মিষ্টান্ন ভান্ডারে  অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা ও দোকান মালিক সুকুমার ঘোষকে ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শ‌নিবার (৩ আগস্ট) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া শারমিন গোপালগঞ্জ শহরের সাতক্ষীরা মিষ্টান্ন ভান্ডারে এ অভিযান পরিচালনা করেন।  

নোংরা পরিবেশে মিষ্টি তৈরি, পচা মিষ্টি ও পচা দই রাখায় এ জরিমানা করা হয়।

পরে পচা মিষ্টি ও পচা দই জব্দ করে ধ্বংস করা হয়।  

৩ মাস আগেও ভ্রাম্যমাণ আদালত এই মিষ্টির দোকানে অভিযান চালিয়ে জরিমানা করেন। অভিযানের সার্বিক সহযোগিতায় ছিলেন পৌর কর্তৃপক্ষ, ভোক্তা অধিকার, পুলিশ প্রশাসন ও স্বেচ্ছাসেবক সংগঠন আসপের নেতারা।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।