শনিবার (৩ আগস্ট)দুপুরে জেলার শিবগঞ্জ উপজেলার শেখটোলা জোতবিনোদ গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি উপজেলার উজিরপুর ইউনিয়নের উত্তর উজিরপুরের মো. কোবুল আলীর ছেলে।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার বিকেল ৪টার দিকে শিবগঞ্জ উপজেলার শেখটোলা জোতবিনোদ গ্রামের মুদি দোকানের সামনে অভিযান পরিচালনা করে ১৩ হাজার ২০৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১টি মোবাইল ফোন, ২টি সিমকার্ডসহ মাদকবিক্রেতা মিলনকে হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। মিলনের বিরুদ্ধে মামলা দায়েরের পর শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৯
আরএ