ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে মশক নিধন অভিযান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২০ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৯
সৈয়দপুরে মশক নিধন অভিযান

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর পৌরসভার উদ্যোগে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।  

পৌরসভার মেয়র অধ্যক্ষ মো. আমজাদ হোসেন সরকার এডিস মশা নিধনে নিজ হাতে ফগার মেশিন ও পরিচ্ছন্নতায় হাতে ঝাড়ু তুলে নিয়েছেন। ড্রেনে ছিটাচ্ছেন ব্লিচিং পাউডার।

এ কাজে পৌরসভার কাউন্সিলর ও পরিচ্ছন্নতা কর্মীরা সার্বিকভাবে সহযোগিতা করছেন। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন পৌরবাসীও।  

ডেঙ্গু মশা প্রতিরোধে ও শহর পরিষ্কার রাখতে জন সচেতনতায় শনিবার (৩ আগস্ট) দুপুরে পৌরসভা চত্বর থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।  

এতে অংশ নেন মকবুল হোসেন টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ, মুসলিম উচ্চ বিদ্যালয়, আসমতিয়া মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা ছাড়াও পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচাররী ও সর্বস্তরের মানুষ। এসময় প্লাকার্ডে ডেঙ্গু সম্পর্কে নানা সতর্কবার্তা শোভা পায়।

সৈয়দপুর পৌরসভার আয়োজনে বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশন, ব্র্যাক আরবান ডেভলপমেন্ট সার্বিক সহযোগিতা করে।  

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।