মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় ১৩৭ ক্যান বিয়ারসহ হাসান হাওলাদার (২০) নামে এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
শনিবার (৩ আগস্ট) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-১১।
র্যাব-১১ এর পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান বাংলানিউজকে জানান, গোপন সংবাদে শুক্রবার (২ আগস্ট) রাতে উপজেলার আউটশাহী গ্রামে অভিযান চালিয়ে হাসানকে আটক করা হয়।
সেসময় তার কাছ থেকে জব্দ করা হয় ১৩৭ ক্যান বিয়ার। তার বিরুদ্ধে টঙ্গীবাড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
হাসান উপজেলার বলই গ্রামের মো. আলী আকবর হাওলাদারের ছেলে।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৯
এসআরএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।