শনিবার (৩ আগস্ট) বিকেল পৌনে ৫টার দিকে মির্জাপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা মরদেহটি উদ্ধার করে।
আইনি প্রক্রিয়া শেষে শাহিনুর রহমানের মরদেহ তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা আরিফুল ইসলাম বাংলানিউজকে জানিয়েছেন।
জানা যায়, শুক্রবার সাভারের আশুলিয়া থানার গেন্ডাপুর গ্রামের কয়েকজন বাসিন্দা ইঞ্জিনচালিত নৌকায় করে বনভোজনে আসেন। তারা মির্জাপুর কুমুদিনী হাসপাতালসহ বিভিন্ন এলাকা ঘুরে বাড়ি ফিরছিলেন। বিকেল পৌনে ৬টার দিকে মির্জাপুরের লৌহজং নদীর মীর দেওহাটা এলাকায় হঠাৎ নৌকা থেকে শাহিনুর পানিতে পড়ে নিখোঁজ হন।
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৯
আরএ