শনিবার (০৩ আগস্ট) বিকেলে আড়াইহাজারের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হোসেন এ কারাদণ্ড দেন।
মাহবুব উপজেলার চৈতনকান্দা এলাকার কফিলউদ্দিনের ছেলে।
পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মাহবুবকে আটক করে পুলিশ। এক পর্যায়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।
স্কুলের অধ্যক্ষ আবদুল্লাহ বাংলানিউজকে জানান, প্রায় তিনমাস ধরেই স্কুলের ছাত্রীদের বখাটে মাহবুব উত্ত্যক্ত করে আসছিল। শুধু তার স্কুল-কলেজই নয়, আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের নানাভাবে উত্ত্যক্ত করতো এই বখাটে।
বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৯
এমএ