ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

২১ আগস্ট গ্রেনেড হামলায় ফাঁসির আসামির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৮ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৯
২১ আগস্ট গ্রেনেড হামলায় ফাঁসির আসামির মৃত্যু

গাজীপুর: গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা ইয়াহিয়া (৬৩) নামে এক আসামির মৃত্যু হয়েছে। 

শনিবার (৩ আগস্ট) সন্ধ্যা সোয়া ৭টার দিকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইয়াহিয়া সিলেটের কানাইঘাট থানার পার্বতপুর দুসরা এলাকার বাসিন্দা।

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার বিকাশ রায়হান বাংলানিউজকে জানান, সন্ধ্যায় কারাগারে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন ইয়াহিয়া। এসময় তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

তিনি আরও জানান, তার বিরুদ্ধে মতিঝিল, রমনা, কোটালীপাড়া, গোপালগঞ্জ, ভৈরব ও হবিগঞ্জ থানায় বিভিন্ন অপরাধে ১০টি মামলা রয়েছে। ইয়াহিয়া ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন।  

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৯ 
আরএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।