শনিবার (৩ আগস্ট) সকালে নীলফামারী র্যাব-১৩ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-১, সিপিসি-১ ও দিনাজপুরের একটি আভিযানিক দল তাদের আটক করা হয়।
আটক দু’জন হলেন- কুষ্টিয়ার কোর্টপাড়ার সেলিম বাশারে ছেলে আসাদুজ্জামান (২৮) ও তার স্ত্রী মোস্তারা খাতুন (৩৪)।
র্যাব-১৩ এর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক এএসপি সিদ্দিক আহমদ বাংলানিউজকে জানান, আটক ওই দম্পতির নামে র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৯
এসআরএস