ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

বাড্ডায় ছুরিকাঘাতে যুবক খুন, আটক ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২২ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৯
বাড্ডায় ছুরিকাঘাতে যুবক খুন, আটক ১ ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর মেরুল বাড্ডার ঝিলপাড় এলাকায় ছুরিকাঘাতে নাসির (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরিফ (৩০) নামে এক যুবককে মাদকাসক্ত আটক করা হয়েছে।

শনিবার (০৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

নাসির মাদকাসক্ত ছিলেন বলে জানা গেছে।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, ঝিলপাড় এলাকায় থাকতেন নাসির। রাতে ঝিলপাড়ের আরেক মাদকাসক্ত যুবক আরিফ তার বুকে ছুরিকাঘাত করেন। পরে খবর পেয়ে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, নাসিরের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এছাড়া আরিফকে আটক করা হয়েছে। নিহত ও আটক যুবক দু’জনই মাদক বিক্রেতা ও মাদকসেবী। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ০০২০ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৯
এজেডএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।