ন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, ছবি: বাংলানিউজ
গাইবান্ধা: আগামীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙন রোধ নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। তিনি বলেছেন, বর্ষা মৌসুমে অতিরিক্ত পানির চাপে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙন ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। বাঁধগুলো শক্তিশালি করে বন্যা নিরাপত্তা দেওয়া হবে।
শনিবার (০৩ আগস্ট) রাতে গাইবান্ধা সদরের গোদারহাট এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এবার গাইবান্ধায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৩৭টি অংশ ভেঙে যায়।
চলতি বছর আরও একটি বন্যার আশঙ্কা রয়েছে। এর আগেই বাঁধের ক্ষতিগ্রস্ত স্থানগুলো সংস্কার করা হবে। তাই ক্ষতিগ্রস্ত এলাকায় দিনরাত কাজ চলছে।
এসময় মন্ত্রীর সঙ্গে ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহামুদুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মহাপরিচালক মোস্তাফিজুর রহমান, প্রধান প্রকৌশলী জ্যোতি প্রসাদ ঘোষ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী হারুন অর রশিদ প্রমুখ।
পরে রাত ১০টার দিকে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক সিরাজগঞ্জের উদ্দেশে গাইবান্ধা ছেড়ে যান।
বাংলাদেশ সময়: ০৫৪২ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৯
টিএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।