শনিবার (৩ আগস্ট) রাতে র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার এম শোভন খান বাংলানিউজকে বলেন, দুপুরে সদর উপজেলার কড়িয়াল এলাকা থেকে মাদকবিক্রেতা ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার কামাউড়া গ্রামের শাহজাহানের ছেলে মুরাদ ও কিশোরগঞ্জের নিকলী উপজেলার রোদার পুড্ডা গ্রামের মো. আব্দুর রশিদের ছেলে ইকবালকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭৫০ পিস ইয়াবাসহ দু’টি মোবাইল ফোন জব্দ করা হয়।
আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান লেফটেন্যান্ট কমান্ডার শোভন।
বাংলাদেশ সময়: ১০০১ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৯
আরআইএস/