ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ট্রাকের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৯
বগুড়ায় ট্রাকের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু দুর্ঘটনাকবলিত ট্রাক। ছবি: বাংলানিউজ

বগুড়া: বগুড়ায় পাথরবোঝাই একটি ট্রাকের ধাক্কায় হায়দার আলী (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

নিহত হায়দার আলী ট্রাকের মালিক। তিনি পাবনার দাশুড়িয়া গ্রামের মৃত আয়েদ আলীর ছেলে।

রোববার (৪ আগস্ট) সকাল সাড়ে ৭ টার দিকে বগুড়া নাটোর মহাসড়কের নন্দীগ্রাম পৌরশহর এলাকায় অবস্থিত একটি পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নাটোরগামী একটি পাথরবোঝাই ট্রাক (কুষ্টিয়া-ট-১১-১২৮২) মহাসড়কের পাশে অবস্থিত সেলিনা পেট্রোল পাম্পের সামনে রাখা ছিলো। এসময় ট্রাক মালিক হায়দার আলী সেটির পেছনে দাঁড়িয়ে থাকলেও চালক ও চালকের সহকারী গাড়ির ভেতরে বসেছিলেন।

এমতাবস্থায় পাথরবোঝাই অপর একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২-৭৯৯৬) নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাক মালিক হায়দার আলীর মৃত্যু হয়।

নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট হাইওয়ে ফাঁড়ি পুলিশের কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কাজল কুমার নন্দী বাংলানিউজকে জানান, ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এছাড়া দুর্ঘটনাকবলিত ট্রাক দু’টি জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৯
এমবিএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।