নিহত হায়দার আলী ট্রাকের মালিক। তিনি পাবনার দাশুড়িয়া গ্রামের মৃত আয়েদ আলীর ছেলে।
রোববার (৪ আগস্ট) সকাল সাড়ে ৭ টার দিকে বগুড়া নাটোর মহাসড়কের নন্দীগ্রাম পৌরশহর এলাকায় অবস্থিত একটি পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নাটোরগামী একটি পাথরবোঝাই ট্রাক (কুষ্টিয়া-ট-১১-১২৮২) মহাসড়কের পাশে অবস্থিত সেলিনা পেট্রোল পাম্পের সামনে রাখা ছিলো। এসময় ট্রাক মালিক হায়দার আলী সেটির পেছনে দাঁড়িয়ে থাকলেও চালক ও চালকের সহকারী গাড়ির ভেতরে বসেছিলেন।
এমতাবস্থায় পাথরবোঝাই অপর একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২-৭৯৯৬) নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাক মালিক হায়দার আলীর মৃত্যু হয়।
নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট হাইওয়ে ফাঁড়ি পুলিশের কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কাজল কুমার নন্দী বাংলানিউজকে জানান, ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এছাড়া দুর্ঘটনাকবলিত ট্রাক দু’টি জব্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৯
এমবিএইচ/ওএইচ/