বাম থেকে ডেঙ্গু আক্রান্ত যুবক ও ভ্রাম্যমাণ আদালত। ছবি: বাংলানিউজ
নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে ডেঙ্গু রোগ শনাক্তে এনএস-১ পরীক্ষায় অতিরিক্ত ফি নেওয়ায় একটি ল্যাবকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৩ আগস্ট) রাতে শহরের তুলশিরাম সড়কের পপুলার ল্যাবকে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) পরিমল কুমার সরকার।
উপজেলার বাঙালিপুর ইউনিয়নের চৌমহনী এলাকার আবুল কালামের ছেলে মেহেদী হাসান (১৮)।
সংসারের অভাব মেটাতে এইচএসসি পরীক্ষার পর গত ১০ জুলাই কাজের সন্ধানে ঢাকায় যায়। রাজধানীর মিরপুরে একটি কোম্পানিতে কাজ করতে গিয়ে জ্বরে আক্রান্ত হন। জ্বর নিয়ে বাড়ি ফিলে এসে চিকিৎসকের শরণাপন্ন হন। চিকিৎসক পরীক্ষার জন্য ওই ল্যাবে পাঠালে সরকার কর্তৃক নির্ধারিত ৫০০ টাকার স্থলে ১২০০ টাকা নেয়।
ঘটনাটি জানতে পেরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) অভিযান চালিয়ে সত্যতা পান। পরে ল্যাব কর্তৃপক্ষ অতিরিক্ত টাকা ফেরত দেন। কিন্ত এমন অপরাধের জন্য ভ্রাম্যমাণ আদালতের বিচারক ল্যাব কর্তৃপক্ষকে ১১ হাজার টাকা জরিমানা করেন। টেস্টে মেহেদী হাসানের ডেঙ্গু পজিটিভ বলে নিশ্চিত করেছে ডা. শেখ নজরুল ইসলাম।
বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৯
আরএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।