ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে পলাতক আসামিসহ আটক ৬

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৯
ময়মনসিংহে পলাতক আসামিসহ আটক ৬ র‌্যাবের হাতে আটক আসামিরা, ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: ময়মনসিংহে অভিযান চালিয়ে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিসহ ছয় মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।  

আটকরা হলেন- শহিদুল ইসলাম দিপু (৩৪), শামীম (২৫), বদরুজ্জামান (৩৩), মােশারফ মিয়া (৪২), বুলবুল (৩৮) ও নিধি রঞ্জন সরকার (৪২)।

সোমবার (৫ আগস্ট) দুপুরে র‌্যাব-১৪ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কোম্পানি কমান্ডার মেজর শিবলী সাদিক।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (০৪ আগস্ট) রাতে নগরের সি কে ঘােষ রোড এলাকার ছায়াবাণী সিনেমা হলের সামনে অভিযান চালিয়ে ওই ছয়জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে সাতটি দেশীয় অস্ত্র, তিন রাউন্ড তাজা গুলি, ২ হাজার ৭৮০ পিস ইয়াবা ও ৫৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

আটকদের মধ্যে শহিদুল ইসলাম দিপু একটি মামলার ১০ বছরের দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৯
এমএএএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।