আটকরা হলেন- শহিদুল ইসলাম দিপু (৩৪), শামীম (২৫), বদরুজ্জামান (৩৩), মােশারফ মিয়া (৪২), বুলবুল (৩৮) ও নিধি রঞ্জন সরকার (৪২)।
সোমবার (৫ আগস্ট) দুপুরে র্যাব-১৪ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কোম্পানি কমান্ডার মেজর শিবলী সাদিক।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (০৪ আগস্ট) রাতে নগরের সি কে ঘােষ রোড এলাকার ছায়াবাণী সিনেমা হলের সামনে অভিযান চালিয়ে ওই ছয়জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে সাতটি দেশীয় অস্ত্র, তিন রাউন্ড তাজা গুলি, ২ হাজার ৭৮০ পিস ইয়াবা ও ৫৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
আটকদের মধ্যে শহিদুল ইসলাম দিপু একটি মামলার ১০ বছরের দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৯
এমএএএম/ওএইচ/