ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

বঙ্গোপসাগর থেকে জেলের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৯
বঙ্গোপসাগর থেকে জেলের মরদেহ উদ্ধার

পটুয়াখালী: পায়রা বন্দর সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ভাসমান অবস্থায় মো. রবিউল ইসলাম (২২) নামে নিখোঁজ এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৫ আগস্ট) দুপুরে বঙ্গোপসাগরে স্থাপন করা পায়রা বন্দরের দ্বিতীয় বয়ার কাছ থেকে নিমজ্জিত এফবি মায়ের দোয়া মাছ ধরা ট্রলারের নিখোঁজ ওই জেলের মরদেহ উদ্ধার করা হয়।  

রবিউল ইসলাম গলাচিপা উপজেলার আমখোলা গ্রামের মো. শাজাহান মিয়ার ছেলে।

মরদেহ ভাসতে দেখে সমুদ্রে মাছ ধরারত অন্যান্য জেলেরা সেটি উদ্ধার করে মৎস্য বন্দর মহিপুর থানায় নিয়ে আসে। ওই ট্রলারের নিখোঁজ হওয়া অপর জেলে রাজা মিয়া এখনও নিখোঁজ রয়েছেন।

জানা যায়, গত শনিবার বিকেলে বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে মহিপুর মৎস্য বন্দরে ফেরার পথে উত্তাল ঢেউয়ের তোড়ে এফবি মায়ের দোয়া নামের ওই ট্রলারটি ডুবে যায়। প্রায় দুই ঘণ্টা সাগরে ভাসার পর অপর একটি মাছ ধরা ট্রলারের জেলেরা সমুদ্রে ভাসমান অবস্থায় ১১ জেলেকে উদ্ধার করতে সক্ষম হয়।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহম্মদ বলেন, খবর পেয়ে উদ্ধার হওয়া জেলে রবিউলের মরদেহ স্বজনরা গ্রামের বাড়িতে নিয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।