সোমবার (৫ আগস্ট) বিকেলে নগর ভবনের মেয়র মোহাম্মদ হানিফ অডিটরিয়ামে ওয়ার্ড ডেঙ্গু প্রতিরোধ সেলের কার্যক্রম সমন্বয়ে দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভায় এসব কথা বলেন ডিএসসিসি মেয়র।
সাঈদ খোকন বলেন, ডেঙ্গর প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় এর প্রতিরোধে প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারি কর্মকর্তারা মাঠে আছেন, কাজ করছেন।
মেয়র বলেন, গত ২০ জুলাই থেকে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে। প্রথম দিকে জনসচেতনতার অভাব ছিলো, সিটি করপোরেশনের কর্মচারীদেরও গাফিলতি ছিলো। এরপর সামাজিক, রাজনৈতিক কার্যক্রমের মধ্যদিয়ে আমরা সাধারণ জনগণকে সচেতন করতে সক্ষম হই। ডেঙ্গু প্রতিরোধে আমরা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই আমরা রাজধানীবাসীকে একটি ডেঙ্গুমুক্ত শহর উপহার দিতে পারবো।
মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক মুখ্য সচিব আবুল কালাম আজাদ বলেন, ডেঙ্গু প্রতিরোধকে আমাদের চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। যে শিশুটি ডেঙ্গু আক্রান্ত সেতো আমার সন্তান, তাকে আমরা কিভাবে অনিরাপদে রাখবো? ডেঙ্গু মোকাবিলায় যেসব সামগ্রী প্রয়োজন তা যথা সময়ে সিটি করপেরেশনকে সরবরাহ করতে হবে।
ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন- প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. মোহাম্মদ শরীফ আহমেদ, জনপ্রশাসন মন্ত্রণালয় সচিব ফয়েজ আহমেদ, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শাহ কামাল, পরিবার-পরিকল্পনা কল্যাণ বিভাগের সচিব শেখ ইউসুফ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগের সচিব আসাদুল ইসলাম, সিটি করপোরেশন সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও উপ-সচিব ড. আমিনুল ইসলাম, উপ-সচিব জাহিদ হোসেন পনির, লুৎফর রহমান, সমাজসেবা কর্মকর্তা মুস্তাফিজুর রহমান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭১৭ ঘন্টা, আগস্ট ০৫, ২০১৯
ইএআর/এইচজে/ওএইচ/