ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

রাজধানীতে দুই ফার্মেসিকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৩ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৯
রাজধানীতে দুই ফার্মেসিকে জরিমানা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের অভিযান

ঢাকা: রাজধানীর দুইটি ফার্মেসিকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়।

এর মধ্যে ল্যাভেন্ডার ফার্মেসিকে এক লাখ টাকা এবং ইউনাইটেড ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (০৫ আগস্ট) অধিদপ্তরের উপ-পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারের সার্বিক তত্ত্বাবধানে সহকারী পরিচালক মাসুম আরেফিন, আফরোজা রহমান এবং আব্দুল জব্বার মন্ডল অভিযানে নেতৃত্ব দেন।

এসময় রাজধানীর গুলশান-২ এর ল্যাভেন্ডার ফার্মেসিতে মশার ওষুধের মূল্য বেশি রাখায় এক লাখ টাকা জরিমানা করা হয়।

একইসঙ্গে ইউনাইটেড ফার্মেসিতে আমদানিকৃত ওষুধের গায়ে আমদানি তথ্য সম্পর্কিত লেবেল না থাকায় এ ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারকে ওজনে কম দেওয়ার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।  

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৯
এসএইচএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।