সোমবার (৫ আগস্ট) দুপুরে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের এক নম্বর গ্যালারিতে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সৈয়দ মাকসুমুল হক।
শেবাচিম হাসপাতালের সাবেক অধ্যক্ষ ও সোসাইটি অব মেডিসিন বরিশালের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. ভাস্কর সাহার সঞ্চালনায় কর্মশালায় প্রধান বক্তা ছিলেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. একেএম হুমায়ুন কবির ও ডা. গোবিন্দ চন্দ বনিক।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোসাইটি অব মেডিসিনের বরিশাল বিভাগীয় সভাপতি অধ্যাপক ডা. মো. সাইদুর রহমান, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আব্দুর রহিম, জেলা বিএমএ সভাপতি ডা. মো. ইসতিয়াক হোসেন, শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন, মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. অসিত ভূষণ দাস ও শিশু বিভাগের বিভাগীয় প্রধান ডা. অসিম কুমার সাহা, বরিশাল জেলা পুলিশের সিনিয়র সহকারী সুপার সুকুমার রায় ও জেলা প্রশাসকের প্রতিনিধি শহিদুল ইসলাম।
বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৯
এমএস/এইচএডি