ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

শেরপুরে বাসায় ঢুকে পুলিশ কর্মকর্তাকে কোপালো দুর্বৃত্তরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫২ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৯
শেরপুরে বাসায় ঢুকে পুলিশ কর্মকর্তাকে কোপালো দুর্বৃত্তরা

শেরপুর: শেরপুরে বাসায় ঢুকে আনোয়ার হোসেন (৩৫) নামে এক পুলিশ কর্মকর্তাকে কুপিয়েছে দুর্বৃত্তরা। তিনি শহরের গৌরীপুর পুলিশ ফাঁড়ির সহকারী শহর উপ পরিদর্শক (এটিএসআই)।

আশঙ্কাজনক অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৫ আগস্ট) সকালে শহরের পশ্চিম গৌরীপুর এলাকায় ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

আহত আনোয়ার সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কাশিপুর গ্রামের জব্বার মোল্লার ছেলে।  

পুলিশ ও আহত আনোয়ারের পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার সারা রাত দায়িত্ব পালন শেষে ভোরে বাসায় ফিরে ঘুমিয়ে পড়েন আনোয়ার। সকাল ৯টার দিকে তার স্ত্রী ফরিদা বেগম পাশের একটি বাসায় যান। এ সময় কয়েকজন দুর্বৃত্ত বাসায় ঢুকে চাইনিজ কুড়াল দিয়ে আনোয়ারকে কোপাতে থাকে। এসময় আনোয়ারের স্ত্রী ফরিদা ফিরে এ ঘটনা দেখে চিৎকার করলে প্রতিবেশী ও ফাঁড়ির পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) খাইরুল কবীর সুমন বলেন, আহত আনোয়ারের মাথার ডান পাশে, পিঠে ও পায়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

আনোয়ারের স্ত্রী ফরিদা বলেন, কেন এবং কী কারণে তার স্বামীর ওপর হামলা করা হয়েছে, তা তিনি জানেন না। তিনি দুর্বৃত্তকে চিনতে পারেননি বলে জানান।

এদিকে খবর পেয়ে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম ও পুলিশ ব্যুরো অব ইন্টেলিজেন্স (পিবিআই), জামালপুরের কর্মকর্তাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাস্থল থেকে পুলিশ এ ঘটনায় ব্যবহৃত চাইনিজ কুড়াল ও দুর্বৃত্তের পায়ের স্যান্ডেল জব্দ করেছে।

পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম বিকেলে বলেন, পুলিশ ঘটনাটি অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করছে। এ ব্যাপারে সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।