ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

পশু নিয়ে টানাটানি: না’গঞ্জে গ্রেফতার ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৩ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৯
পশু নিয়ে টানাটানি: না’গঞ্জে গ্রেফতার ৩

নারায়ণগঞ্জ: এক হাটের পশু জোর করে অন্য হাটে নেওয়ার সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলেন- আতিকুল ইসলাম (১৮), বাবুল (১৯) ও মিরাজ উদ্দিন।

সোমবার (৫ আগস্ট) দুপুরে সাত দিনের রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম ফারুক।

তিনি জানান, শনিবার (৩ আগস্ট) দিনগত রাতে ফরিদপুর থেকে ট্রাকে করে ১৯টি গরু নিয়ে চট্টগ্রাম যাচ্ছিলেন গরু ব্যবসায়ী ইরান মিয়া। পথিমধ্যে গরু ভর্তি ট্রাকটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় অতিক্রম করার সময় ৮/১০জন দুর্বৃত্ত গতিরোধ করে। একপর্যায়ে তারা জোড় করে ঢাকার মাতুয়াইল এলাকার একটি পশুর হাটে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় বিষয়টি বুঝতে পেরে দায়িত্বরত পুলিশ সদস্যরা তিনজনকে আটক করে। অন্যরা পালিয়ে যায়।

এ ঘটনায় রোববার (৪ আগস্ট) গরু ব্যবসায়ী ইরান মিয়া বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় সোমবার সাত দিনের রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।