ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৫ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৯
কুড়িগ্রামে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ 

কুড়িগ্রাম: কুড়িগ্রামের চিলমারী ও উলিপুর উপজেলার এক হাজার বন্যা দুর্গত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।

সোমবার (০৫ আগষ্ট) দুপুরে চিলমারীর রমনা ইউনিয়ন পরিষদ ও উলিপুরের হাতিয়ায় বন্যাদুর্গতদের মাঝে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষে ত্রাণ বিতরণ করেন রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য।

এ সময় ত্রাণ সহায়তা হিসেবে চাল, ডাল, তেল, চিড়া, বিস্কুট, স্যালইন, গ্যাসলাইট ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দেওয়া হয়।

 

ত্রাণ বিতরণকালে ডিআইজি দেবদাস বলেন, আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি জনগণের দুর্ভোগে পুলিশ সবসময় পাশে দাঁড়িয়েছে। এখন সারা দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। বন্যা পরবর্তী সময়ে সবার ডেঙ্গু থেকে সাবধান হতে বাড়ির আশেপাশের ময়লা-আবর্জনা পরিষ্কার করা উচিত। পুলিশ সদস্যরাও এ পরিস্থিতিতে জনসাধারণের পাশে দাঁড়িয়ে সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে বলে জানান ডিআইজি।

রংপুর জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, কুড়িগ্রাম পুলিশ সুপার মো. মহিবুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-বি) আল মাহমুদ হাসান, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শওকত আলী, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খ.ম আতাউর রহমান বিপ্লব, চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম, পরিদর্শক (তদন্ত) সরকার ইফতেখারুল মোকাদ্দেম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘন্টা, আগস্ট ০৫, ২০১৯
এফইএস/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।