সোমবার (৫ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত নাসির কুমিল্লার বরুরা উপজেলার রফিকুল ইসলামের ছেলে।
ঘটনার সময় হোটেলের একই কক্ষে অবস্থান করা সানজিদা আক্তার মনিরা নিজেকে রফিকুলের স্ত্রী দাবি করে বলেন, তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বাসিন্দা ও স্থানীয় একটি মহিলা কলেজে পড়েন। দেড় মাস আগে রফিকুলের সঙ্গে প্রেমের সম্পর্কের ভিত্তিতে তারা গোপনে বিয়ে করেন। এ বিষয়ে উভয় পরিবারের কেউই জানতো না।
এর আগেও স্বামী-স্ত্রী হিসেবে কয়েকবার তারা যাত্রাবাড়ী এলাকার ওই হোটেলে কক্ষ ভাড়া করেন। একইভাবে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে হোটেলের দ্বিতীয় তলার ২০৫ নম্বর রুমে উঠেন তারা। তবে হোটেলটির নাম বলতে পারেননি মনিরা।
ঘটনার বিস্তারিত জানাতে গিয়ে মনিরা বলেন, সোমবার সকালে হোটেলে অবস্থানকালে মেসেঞ্জারে একটি মেয়ের সঙ্গে রফিকুলের কথা বলা নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর রাগ করে নাসির মনিরার ওড়না নিয়ে বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে দেন। পরে হোটেলের লোকজনের সহায়তায় দরজা খুলে দেখা যায় রফিকুল ওই ওড়নায় গলায় ফাঁস লাগিয়ে বাথরুমের হ্যাঙ্গারে ঝুলে আছেন। পরবর্তীতে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বাংলানিউজকে বলেন, ঘটনাটি শুনেছি। বিস্তারিত জানার জন্য পুলিশ পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৯
এজেডএস/এইচজে /টিএ