ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

নৌপথে চাঁদাবাজির সময় আটক ৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৫ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৯
নৌপথে চাঁদাবাজির সময় আটক ৮ আটকরা র‌্যাব হেফাজতে।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জের শীতলক্ষ্যায় চাঁদাবাজির সময় আটজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

সোমবার (৫ আগস্ট) বিকেলে র‍্যাব ১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো।

এতে বলা হয়, রোববার (৪ আগস্ট) বিকেলে রূপগঞ্জের তারাব এলাকার শীতলক্ষ্যার সুলতানা কামাল ব্রিজের নিচে নৌপথে চাঁদাবাজির সময় অভিযান চালিয়ে মেহেদী হাসান (২৫), আলমগীর হোসেন (৩১), আনোয়ার হোসেন (২৪), মোমিন (৪০), আকতার হোসেন (২০), কাওসার হোসেন (২৯), রানা মিয়া (২৩) ও জহিরুল ইসলামকে (১৯) আটক করা হয়েছে।

এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ এক লাখ ৮৫ হাজার টাকা ও চাঁদাবাজির সময় ব্যবহৃত দু’টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়।  

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।