সোমবার (৫ আগস্ট) রাজধানীর সোবহানবাগের নিউবারি প্লেসের সপ্তম তলায় ডিএমএফআর মলিকুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিকস্ সেন্টারে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, ইডব্লিউ ভিএম হেলথ বাংলাদেশের চেয়ারম্যান প্রফেসর ড. দ্বীন মোহাম্মদ নুরুল হক, ম্যানেজিং ডিরেক্টর (এমডি) ফাইজুর রহমান, অ্যাপোলো হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. এম আলী।
ইডব্লিউ ভিএম হেলথ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ও কনকর্ড ফার্মাসিউটিক্যালের চেয়ারম্যান মো. ফাইজুর রহমান বাংলানিউজকে বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে আর্তমানবতার সেবায় ইডব্লিউ ভিএম হেলথ বাংলাদেশ ও কনকর্ড ফার্মাসিউটিক্যাল যৌথভাবে পুরোপুরি বিনামূল্যে মাসব্যাপী ডেঙ্গু শনাক্তকরণ ও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ দেবে।
প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা জানিয়েছেন, ৫ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত ধানমন্ডির রাফা প্লাজার সামনে সোবহানবাগের নিউবারি প্লেসের সপ্তম তলায় ডিএমএফআর মলিকুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিকস্ সেন্টারে প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত বিনামূল্যে এ সেবা দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৯
ইউজি/ওএইচ/এইচএ/