ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

সারাদেশে ২শ’ সাইলো নির্মাণ করা হবে: সাধন চন্দ্র 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২১ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৯
সারাদেশে ২শ’ সাইলো নির্মাণ করা হবে: সাধন চন্দ্র  মোংলার জয়মনিরঘোল এলাকার সাইলোর কার্যক্রম পরিদর্শনকালে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র। ছবি: বাংলানিউজ

বাগেরহাট: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, খাদ্যের প্রয়োজনীয় মজুদ নিশ্চিত করতে সারাদেশে আরও ২শ’ সাইলো (খাদ্য গুদাম) নির্মাণ করা হবে। যার প্রত্যেকটির ধারণক্ষমতা হবে ৫ হাজার টন। 

সোমবার (৫ আগস্ট) দুপুরে মোংলার জয়মনিরঘোল এলাকার সাইলোর কার্যক্রম পরিদর্শনকালে মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, বর্তমানে দেশে খাদ্য উদ্বৃত্ত রয়েছে।

বন্যায় খাদ্যশস্য নষ্ট হয়নি। ফলে খাদ্য সংকট হওয়ার কোনো কারণ নেই। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বর্তমানে ৪৬ ভাগ খাদ্যশস্য মোংলা বন্দর দিয়ে আমদানি করা হচ্ছে।

এছাড়া মোংলার বৃহত্তম এই সাইলো আরও কার্যকরী করার জন্য জেটির সামনের অংশের পশুর নদীতে ড্রেজিং ও মোংলা-জয়মনি রাস্তাটিও দ্রুত সময়ের মধ্যে সংস্কার করা হবে।

মোংলা সাইলো পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ওমর ফারুক, খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আব্দুল আজিজ মোল্লা, বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল, মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাহাত মান্নানসহ স্থানীয় প্রশাসনের কর্তাব্যক্তিরা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, আগস্ট ০৫ ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।