সোমবার (৫ আগস্ট) দুপুরে মোংলার জয়মনিরঘোল এলাকার সাইলোর কার্যক্রম পরিদর্শনকালে মন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, বর্তমানে দেশে খাদ্য উদ্বৃত্ত রয়েছে।
এছাড়া মোংলার বৃহত্তম এই সাইলো আরও কার্যকরী করার জন্য জেটির সামনের অংশের পশুর নদীতে ড্রেজিং ও মোংলা-জয়মনি রাস্তাটিও দ্রুত সময়ের মধ্যে সংস্কার করা হবে।
মোংলা সাইলো পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ওমর ফারুক, খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আব্দুল আজিজ মোল্লা, বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল, মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাহাত মান্নানসহ স্থানীয় প্রশাসনের কর্তাব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, আগস্ট ০৫ ২০১৯
আরএ