ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৯ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৯
ফরিদপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু

ফরিদপুর: উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়েও বাঁচানো গেল না ডেঙ্গু জ্বরে আক্রান্ত শিশু অথৈ সাহাকে  (১১)।  ফরিদপুরের বোয়ালমারী উপজেলা সদরের অল ব্রাইট স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী অথৈ কামার গ্রামের কানাই সাহার মেয়ে।

৬/৭ দিন আগে জ্বর হয় অথৈয়ের। সোমবার দুপুরে তাকে ঢাকার ধানমন্ডি জেনারেল অ্যান্ড কিডনি হাসপাতালে নেওয়া হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

অথৈ সাহার চাচা প্রশান্ত সাহা জানান, জ্বরে আক্রান্ত হওয়ার  প্রথমে স্থানীয় ডাক্তার দেখানো হয়। জ্বর না কমায় রোববার তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। পরে ঢাকার ধানমন্ডি ৭ নম্বর রোডে জেনারেল অ্যান্ড কিডনি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে সে মারা যায়।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।