৬/৭ দিন আগে জ্বর হয় অথৈয়ের। সোমবার দুপুরে তাকে ঢাকার ধানমন্ডি জেনারেল অ্যান্ড কিডনি হাসপাতালে নেওয়া হয়।
অথৈ সাহার চাচা প্রশান্ত সাহা জানান, জ্বরে আক্রান্ত হওয়ার প্রথমে স্থানীয় ডাক্তার দেখানো হয়। জ্বর না কমায় রোববার তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। পরে ঢাকার ধানমন্ডি ৭ নম্বর রোডে জেনারেল অ্যান্ড কিডনি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে সে মারা যায়।
বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৯
আরএ