সোমবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার শাপলাপুরের মৌলভীকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- মৌলভীকাটার সরওয়ার কামালের ছেলে ওসমান গণি (১৪) ও আব্দুল জব্বারের মেয়ে সাদিয়া আকতার।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) প্রভাষ চন্দ্র দে বাংলানিউজকে জানান, খোঁজখবর নিয়ে জানা গেছে, সোমবার বিকেলের দিকে বাড়ির পাশের বিলে ছাগল চরাচ্ছিল ওসমান নামের এক কিশোর। পাশেই খেলা করছিল দুই বোন সাদিয়া ও সায়মা। সে সময় হঠাৎ বজ্রপাত হলে তিনজনই আক্রান্ত হয়। এদের মধ্যে দুজন ঘটনাস্থলেই মারা যায়। এ ছাড়া ঘটনার সময় ওই স্থানে থাকা শামসুল আলম নামে আরও এক ব্যক্তি আহত হন।
আহতদের চকরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৯
এসবি/এইচজে