ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

মহেশখালীতে বজ্রপাতে দুই শিশুর প্রাণহানি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৪ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৯
মহেশখালীতে বজ্রপাতে দুই শিশুর প্রাণহানি ছবি: প্রতীকী 

কক্সবাজার: কক্সবাজারের মহেশখালী উপজেলায় বজ্রপাতে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ সময় এক শিশুসহ আরও দুইজন আহত হন। 

সোমবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার শাপলাপুরের মৌলভীকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- মৌলভীকাটার সরওয়ার কামালের ছেলে ওসমান গণি (১৪) ও আব্দুল জব্বারের মেয়ে সাদিয়া আকতার।

 (১১)। এ ছাড়া আহতরা হলো- নিহত সাদিয়ার বোন সায়মা আকতার (৯) ও শামসুল আলম (৪০)।  

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) প্রভাষ চন্দ্র দে বাংলানিউজকে জানান, খোঁজখবর নিয়ে জানা গেছে, সোমবার বিকেলের দিকে বাড়ির পাশের বিলে ছাগল চরাচ্ছিল ওসমান নামের এক কিশোর। পাশেই খেলা করছিল দুই বোন সাদিয়া ও সায়মা।  সে সময় হঠাৎ বজ্রপাত হলে তিনজনই আক্রান্ত হয়। এদের মধ্যে দুজন ঘটনাস্থলেই মারা যায়। এ ছাড়া ঘটনার সময় ওই স্থানে থাকা শামসুল আলম নামে আরও এক ব্যক্তি আহত হন।  

আহতদের চকরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।  

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৯
এসবি/এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।