সোমবার (০৫ আগস্ট) সন্ধ্যায় লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের দীঘিরহাট হেলিপ্যাড এলাকায় এ ঘটনা ঘটে।
মানিক মিয়া উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামের কাঠমিস্ত্রী নজরুল ইসলাম নজুর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মানিক তার বাবা কাঠমিস্ত্রী নজরুল ইসলাম নজুর সঙ্গে দেখা করতে বাইসাইকেলে করে স'মিলে যাচ্ছিলেন। মহাসড়ক পার হওয়ার সময় একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৯
আরএ